এক ঝাঁক তারকা নিয়ে আসছে ‘বনলতা এক্সপ্রেস’
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম  (ভিজিট : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাজাখবর২৪.কম, বিনোদন ডেস্ক: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ সিনেমায় অভিনয় করেছেন দেশের প্রথম সারির এক ঝাঁক অভিনয়শিল্পী।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজন করা সিনেমার অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানের স্টেজ সাজানো হয় ট্রেনের আদলে।সে মঞ্চেই প্রকাশ করা হয় এ সিনেমার চূড়ান্ত অভিনয়শিল্পীদের নাম। পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সিনেমা সংশ্লিষ্টরা।
 
‘বনলতা এক্সপ্রেস’র পরিচালক তানিম নূর। উৎসব সিনেমার পর এটি তার দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমার মতোই একঝাঁক তারকা নিয়ে দ্বিতীয় সিনেমায় হাজির হবেন নির্মাতা।এ সিনেমায় চূড়ান্ত অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী।
 
সিনেমা প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন,এটি কেবল একটি সিনেমা নয় বরং গল্পের ভেতর দিয়ে মানুষের অনুভূতি, নীরব যন্ত্রণা ও মানবিক সম্পর্কের এক দীর্ঘ ভ্রমণ।তিনি আরও বলেন,সিনেমাটি দর্শককে শুধু গল্প শোনাবে না, গল্পের ভেতর দিয়ে হাঁটাবে। আবেগ ও গভীর মানবিকতাই এই সিনেমার মূল শক্তি।তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে‘বনলতা এক্সপ্রেস’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২,২২ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝