প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম (ভিজিট : )
নিশির জামিন
তাজাখবর২৪.কম,পাবনা: পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা মামলায় কারাগারে থাকা নিশি রহমানকে (৩৮) জামিন দিয়েছেন আদালত।রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত ২ এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৩ ডিসেম্বর বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এতে নিশি রহমানের সাথে তার দুই বছর বয়সী শিশু সন্তানকেও কারাগারে থাকতে হয়েছে।
এ ব্যাপারে নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়ন বলেন, আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে ওকেও কারাগারে থাকতে হয়েছে। এ ছাড়াও আমাদের আরো দুটি সন্তান রয়েছে। আমি একা মানুষ তাদের নিয়েও সমস্যার মধ্যে রয়েছি। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন হয়েছে।
সম্প্রতি ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ৮টি ছানার জন্ম দেয় মা কুকুরটি। গত ৩০ নভেম্বর থেকে কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি করতে ও কাঁদতে দেখা যায়। একপর্যায়ে পরদিন সোমবার (১ ডিসেম্বর) একটি পুকুর থেকে ওই ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে মামলা দায়েরের পর ঐদিন রাত দেড়টার দিকে একমাত্র আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২২শে অগ্রহায়ণ ১৪৩২,১৫ জুমাদাস সানী, ১৪৪৭