তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২; ২১ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি। চলুন দেখে নিই আজকের নামাজের সময়সূচি:
জোহর (শুরু ১১:৪৩, শেষ ৩:৩৮)
আসর (শুরু ৩:৪১, শেষ ৫:১৭)
সূর্যাস্ত ৫:১৫
মাগরিব (শুরু ৫:১৬, শেষ ৬:৩১)
এশা (শুরু ৬:৩২, শেষ ৪:৪৮)
শুক্রবার (১৪ নভেম্বর)
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৪:৪৮
ফজর (শুরু ৪:৫২, শেষ ৬:০৯)
সূর্যোদয় ৬:২৫
ইশরাক (শুরু ৬:২২, শেষ ১১:৩৬)
চাশত (শুরু ৮:৫৭, শেষ ১১:৩৬)
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে
বিয়োগ করতে হবে- চট্টগ্রাম ৫ মিনিট এবং সিলেট ৬ মিনিট।
যোগ করতে হবে- খুলনা ৩ মিনিট, রাজশাহী ৭ মিনিট, রংপুর ৮ মিনিট এবং বরিশাল ১ মিনিট।