প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম (ভিজিট : )
সংগৃহীত ছবি
তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: দেশের অন্যান্য অঞ্চলের মতো খুলনা অঞ্চলেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদনই বেড়ে চলছে। সবশেষ ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩০২ জন রোগী।খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, সবশেষ ২৪ ঘণ্টায় সবথেকে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে খুলনা জেলায়। এ জেলায় এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।
এর মধ্যে খুলনা সদর হাসপাতালে ১১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন। চলতি বছর এখন পর্যন্ত যা সর্বোচ্চ। এছাড়া খুলনার অন্যান্য হাসপতালে ভর্তি আছেন আরও ৪৩ জন।বিভাগের অন্য জেলা গুলোর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় নড়াইল ও কুষ্টিয়ায় ১৬ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ১০ জন, ঝিনাইদহে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম হাসান বলেন, গত কয়েকদিন ধরে খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং একই সাথে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। রোগীর সংখ্যা আরও বাড়লে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২,২০ জুমাদাল উলা, ১৪৪৭