ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত? 
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

.নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

 . ২২ ক্যারেট সোনার দাম: ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা

. ২১ ক্যারেট সোনার দাম: ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা

. ১৮ ক্যারেট সোনার দাম: ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা

. সনাতনী পদ্ধতির সোনার দাম: ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।এর আগে, সর্বশেষ ৩০ অক্টোবর ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। যা কার্যকর হয়েছিল ৩১ অক্টোবর থেকে।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭৩ বার সমন্বয় করা হলো সোনার দাম এর মধ্যে ৫০ বার বেড়েছে, আর ২৩ বার কমেছে। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা,২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা,. ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা,. সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা।চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ৬ বার বেড়েছে, আর ৩ বার কমেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬ই কার্তিক ১৪৩২,৯ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝