তাজাখবর২৪.কম,ঢাকা: দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। আমরা বিভিন্ন দল করতে পারি মত থাকতে পারে কিন্তু বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়েছে গেছে, সমস্যা সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে চলুন। জনগণের কাছে যেতে পারি, সেই ব্যবস্থা করুন।বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে অতীতেও ছিলাম ভবিষ্যতেও সাথে থাকবো। কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে আপনাদেরই বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনও পরাজয় বরণ করেনি এবং করবেও না।এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ব্যক্তিগত মুগ্ধতাও প্রকাশ করেন মির্জা ফখরুল। জোনায়েদ সাকিকে পাশে নিয়ে তিনি বলেন, জোনায়েদ সাকির সাথে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। তার দৃঢ়তা দেখে বুঝেছিলাম, সে আসলেই পরিবর্তন করতে চায়।
তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ই কার্তিক ১৪৩২,৮ জুমাদাল উলা, ১৪৪৭