ফরিদপুরে মাহিন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:২৩ এএম | অনলাইন সংস্করণ
ফরিদপুরে মাহিন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
তাজাখবর২৪.কম,ফরিদপুর:ফরিদপুরে ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন।বুধবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৪ জুন ২০২৫, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩২,৬ জিলহজ, ১৪৪৬