রোববার ১৫ জুন ২০২৫

বাজেটে কোন খাতে বরাদ্দ কত
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:৩২ পিএম | অনলাইন সংস্করণ
বাজেটে কোন খাতে বরাদ্দ কত

বাজেটে কোন খাতে বরাদ্দ কত

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য আজ বিকেলে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৫তম বাজেট।বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। দুই লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে খাতটি বরাদ্দ পেয়েছে প্রায় ৫৯ হাজার কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি, আর তৃতীয়তে রয়েছে শিক্ষা। হিসাব বলছে, সবশেষ ৩-৪ অর্থবছরের তুলনায় এবারই সবচেয়ে কম টাকায় এডিপি সাজিয়েছে সরকার।

আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার। যা চলতি অর্থবছরের মূল এডিপি থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কম। গত ১৮ মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় যা পাস হয়।এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যদিও চলতি অর্থবছরের তুলনায় ১৬ শতাংশ কমিয়ে এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা। বছর ব্যবধানে এ খাতের বরাদ্দ কমেছে কমেছে ২০ শতাংশের বেশি।
 
২৮ হাজার ৫৫৭ কোটি টাকা বরাদ্দ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শিক্ষা খাতে। চলতি অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ কমেছে ৮.৪শতাংশ। অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ন খাতে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা; স্বাস্থ্যে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা; স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে ১৬ হাজার ৪৭২ কোটি টাকা; কৃষিতে ১০ হাজার ৭৯৫ কোটি টাকা; পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি টাকা; শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৮ কোটি টাকা; বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দ যাচ্ছে।২০২৫-২৬ অর্থবছরে শীর্ষ ৫ খাতই বরাদ্দ পেয়েছে এডিপির ৭০ শতাংশ। আগামী  মোট প্রকল্প রয়েছে ১ হাজার ১৪৩টি। যা বাস্তবায়নে স্থানীয় উৎস থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২ জুন ২০২৫, ১৯ই জ্যৈষ্ঠ ১৪৩২,৫ জিলহজ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝