প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৮:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা জানালেন বুবলী
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা, এরপর চলচ্চিত্রে নাম লেখালেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে ইতোমধ্যে দুই ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। তিনি কাজের ফাঁকে নিজেকে সময় দিতে খুব পছন্দ করেন। উদযাপন করেন নিজেকে নিয়ে খাবারের আনন্দ আয়োজন।এবার ফেসবুকে সাদা-লাল স্কার্ট পরে ভিন্নলুকে সামনে এলেন ‘জংলি’খ্যাত নায়িকা। পেছনে বিস্তীর্ণ সবুজের আবহ। তিনি বললেন প্রকৃতির মাঝে থাকতে তার অসাধারণ লাগে।একগুচ্ছ ছবির সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়ে দেন অভিনেত্রী।
বুবলী বলেন, ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো, ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস-মুরগি, গরু ছাগল পালবো। প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।এদিকে এবারের কোরবানি ঈদেই নতুন রূপে বুবলীকে দেখবে দর্শক। খুব শিগগিরই তার প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে নতুন কিছু কাজ প্রকাশ পেতে চলেছে। প্রযোজনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সিনেমার মানুষ। তাই আমার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা তৈরি করতে চাই। সেটা আগামী বছর সম্ভব বলে আশা করছি।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১ জুন ২০২৫, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩২,৪ জিলহজ, ১৪৪৬