রোববার ১৫ জুন ২০২৫

গাজায় ত্রাণ বিতরণস্থলে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৯:৪৪ এএম | অনলাইন সংস্করণ
গাজায় ত্রাণ বিতরণস্থলে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত

গাজায় ত্রাণ বিতরণস্থলে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:  ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফা অঞ্চলে ত্রাণ বিতরণস্থলের কাছে ইসরায়েলি বাহিনী গুলিতে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় সকালের এই  ঘটনায় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন।তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শনিবারের (৩১ মে) একদিনেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬০ জনে। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। এর ফলে গত কয়েক মাসের সহিংসতায় গাজায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৪০০ জনে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় চালানো যুদ্ধ এখন পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ১ লাখ ২৪ হাজার ৫৪ জনকে আহত করেছে।

এদিকে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।গাজা বিষয়ে জাতিসংঘ একটি কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, গাজা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষুধাক্লিষ্ট অঞ্চল এবং সেখানে পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।জাতিসংঘ বলছে, দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনিদের সহায়তার জন্য তাদের চলমান মানবিক মিশন সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১ জুন ২০২৫, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩২,৪ জিলহজ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝