রোববার ১৫ জুন ২০২৫

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের রায় আজ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৯:২৯ এএম | অনলাইন সংস্করণ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের রায় আজ

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের রায় আজ

তাজাখবর২৪.কম,ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন নিয়ে ও প্রতীক ফিরে পেতে দলটির করা আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আজ।রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই রায় ঘোষণার জন্য কার্যতালিকায় রয়েছে।এর আগে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন নিয়ে আপিল ও প্রতীক ফিরে পেতে দলটির করা আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য রোববার (১ জুন) দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

চতুর্থ দিনের শুনানি শেষে ১৪ মে দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন।এদিন জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার ইমরার আব্দুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার নাজিম মোমেন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আদেশের দিন ঠিক করার পর অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে আপিল আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ১ জুন দিন ঠিক করেছেন। আশা করছি আমরা রায়ে নিবন্ধন ফিরে পাব। আমরা আশা করছি, নিবন্ধনের পাশাপাশি ওইদিন রায়ে আমাদের রাজনৈতিক দল হিসেব দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে নির্দেশনা দেবেন আদালত।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১ জুন ২০২৫, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩২,৪ জিলহজ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝