রোববার ১৫ জুন ২০২৫

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১১:০৭ এএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

তাজাখবর২৪.কম,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।আহতরা হলেন—বাঁশখালী উপজেলার বাসিন্দা আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাঁশখালীর চাম্বল এলাকা থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। মাজার গেইট এলাকায় পৌঁছালে চট্টগ্রাম শহরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ মে ২০২৫, ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩২,৩ জিলহজ, ১৪৪৬



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝