রোববার ১৫ জুন ২০২৫

আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:৩৬ এএম | অনলাইন সংস্করণ
আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী

আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী

তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক: দীর্ঘ আট বছর পর আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে আবেদন করেছেন পাঁচ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের ৬৪টি জেলায় ৮৭৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ‘সারাদেশে একযোগে পরীক্ষা হওয়ায় কেন্দ্রসচিব ও সংশ্লিষ্টদের দায়িত্ব অনেক। তাদের সবাইকে নির্ধারিত নির্দেশনা দেওয়া হয়েছে।’
 
২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। চলতি বছর সেই সিদ্ধান্তে পুনরায় পরিবর্তন এনে আবারও পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হলো।এবারের ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) ভিত্তিক, মোট নম্বর ১০০। সময় নির্ধারিত ১ ঘণ্টা। প্রতি সঠিক উত্তরে ১ নম্বর প্রাপ্তি হলেও ভুল উত্তরে কোনো নম্বর কাটা হবে না। পাস করার জন্য প্রয়োজন ন্যূনতম ৩৫ নম্বর।এমসিকিউ অংশের নম্বরের সঙ্গে এসএসসির ফলাফলের ৪০ শতাংশ এবং এইচএসসির ফলাফলের ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ মে ২০২৫, ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩২,৩ জিলহজ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝