রোববার ১৫ জুন ২০২৫

অনার্স ভর্তি পরীক্ষা শনিবার, অনিশ্চয়তায় হাতিয়ার পরীক্ষার্থীরা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:১৭ পিএম | অনলাইন সংস্করণ
অনার্স ভর্তি পরীক্ষা শনিবার, অনিশ্চয়তায় হাতিয়ার পরীক্ষার্থীরা

অনার্স ভর্তি পরীক্ষা শনিবার, অনিশ্চয়তায় হাতিয়ার পরীক্ষার্থীরা

তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক: নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সকল ধরনের নৌযান চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল।বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আজও শুক্রবার হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযান চলাচল বন্ধ রয়েছে।এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারাদেশে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকা অনিশ্চয়তায় পড়েছে হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী।জানা গেছে, সারাদেশের ন্যায় শনিবার বেলা ১১টা থেকে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়ক পথে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের আসার একমাত্র মাধ্যম নৌপথ। 

সকাল থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বৃষ্টি উপেক্ষা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাতিয়ার নলচিরা ঘাটে এসে জড়ো হয়েছেন। তারা বলছেন নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাদের জেলা সদরের যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তাদের শিক্ষা জীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক না হয় যেকোনো উপায়ে তাদের নদী পারাপারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে তারা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আজ দুপুরে যে জোয়ার এসেছিল সেটি অনেকটা স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি আজ সন্ধ্যা বা আগামীকাল শনিবার ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে আশা করছি তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩২,২ জিলহজ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝