তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি’ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এমন মন্তব্য করেছিলেন লিটন কুমার দাস। তবে মাঠে কথার প্রতিফলন দেখাতে পারেননি টাইগার অধিনায়ক। প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। কিন্তু সিরিজে এখনও দুই ম্যাচ বাকি আছে বলে মন্তব্য করেছেন লিটন।বুধবার (২৯ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, পুরো ম্যাচ জুড়েই আমরা ভালো বল করতে পারিনি, ভালো ব্যাটিং করিনি, আর ফিল্ডিংও ভালো করিনি। আমাদের এখনও দুটি ম্যাচ বাকি আছে। শুধু বোলিং বা ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও ভালো করতে হবে। প্রথম ম্যাচে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ, আর আমরা এই মুহূর্তে সেটা ভালোভাবে করতে পারিনি।
লাহোরের উইকেট ব্যাটিংবান্ধব। সদ্য শেষ পিএসএল ও পাকিস্তানের ব্যাটিং দেখে যা প্রমাণ হয়েছে। তাই এই মাঠে ২০০ রান চেজ করে জেতা সম্ভব বলে মন্তব্য করেন লিটন।তার ভাষ্য, এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। কারণ মাঠটা খুব দ্রুত এবং উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু মাঝের ওভারগুলোতেও আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের শক্তভাবে ফিরতে হবে। আমি বলছি না যে আমরা অনুশীলন করিনি।
‘আমার মনে হয় ক্রিকেট শুধু অনুশীলনের বিষয় না, এটা বোঝার, ভাবার এবং মাঠে প্রয়োগ করার খেলা। মানসিকভাবে আমাদের আরও শক্ত হতে হবে।’বড় লক্ষ্য তাড়া করতে নেমে লিটন কিছুটা এগিয়ে নিলেও টপ অডারের সবাই ব্যর্থ হয়েছেন। শেষ দিকে জাকের আলী ২০ বলে ৩৬ রানে ভর ১৫০ এর কোটা পার করে বাংলাদেশ।জাকেরকে নিয়ে লিটন বলেন, জাকের আলী গত এক বছরে খুব ভালো খেলেছে। সে এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু একজন খেলোয়াড় দিয়ে ম্যাচ জেতা যায় না। সবাইকে অবদান রাখতে হবে।উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬৪ রানেই গুঁটিয়ে যায় টাইগাররা। এতে ৩৭ রানের জয় পায় পাকিস্তান।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২,১ জিলহজ, ১৪৪৬