প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

প্রথম টি-টোয়েন্টি টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।বুধবার (২৮ মে) লাহোরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মাহেদী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার) হাসান নওয়াজ, সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি ও আবরার আহমেদ।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ জিলকদ, ১৪৪৬