তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আরবাজ খান দ্বিতীয়বার বিয়ে করে আলোচনায় আসেন। মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করে ভালোই চলছিল সংসার। এরইমধ্যে সুখবরের বার্তা পাওয়া গেল বলিপাড়ায়। শোনা যাচ্ছে আরবাজ খান বাবা হতে যাচ্ছেন।সম্প্রতি সুরা খানের একটি ভিডিও সামনে আসে। আর তা দেখে অনেকেরই ধারণা, খান পরিবারে নতুন সদস্য আসা এখন সময়ের অপেক্ষা।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওভার সাইজড ডেনিম টপস ও স্কার্ট পরেছেন ৩৫ বছরের সুরা। দেখা যাচ্ছে সুরার ওজন বেড়েছে অনেকটাই। বেবিবাম্পও স্পষ্ট। যিনি ভিডিও করেছেন তিনি লিখেছেন, খুব জলদিই মা হতে চলেছেন সুরা।বছরখানেক প্রেম করার পর, সুরা ও আরবাজ বিয়ে করেন ২০২৩ সালে। পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়েটা হয়েছিল। এমনকী, আরবাজ-মালাইকার পুত্র আরহানও উপস্থিত ছিল বাবার বিয়েতে। এমনকী, হামেশাই বাবার স্ত্রীর সঙ্গে দেখা যায় আরহানকে।
সুরা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। পাটনা শুক্লা ছবির সেটে দুজনের প্রেম হয়। সেখানে রবিনা ট্যান্ডনের মেকআপ আর্টিস্ট ছিলেন সুরা। ছবিটি প্রযোজনা করেছিলেন আরবাজ। আরবাজ এবং সুরা এই সিনেমার কাজ চলাকালীনই পছন্দ করেন একে-অপরকে। তারপর প্রেম ও বিয়ে।