রোববার ১৫ জুন ২০২৫

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১১:৪৩ এএম | অনলাইন সংস্করণ
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক:  যুক্তরাষ্ট্র শেভরনকে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ায় বিশ্ববাজারে উর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। পাশাপাশি বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দামও।বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রেডিং ইকোনোমিকস।এতে বলা হয়, জ্বালানিখাতের বৃহৎ প্রতিষ্ঠান শেভরন ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল রফতানি করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পর্যাপ্ত সরবরাহ নিয়ে উদ্বেগের ফলে বাড়তে শুরু করেছে দাম।বুধবার ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৪ ডলার ৪১ সেন্টে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম দশমিক ২৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৬১ ডলার ২৩ সেন্ট।
 
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বিদেশি কোম্পানিগুলোর সম্পদ রাখা যাবে, তবে সেখান থেকে তেল রফতানি করা কিংবা উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের অনুমতি দেয়া হবে না। এই প্রসঙ্গে ওয়েস্টপ্যাক ব্যাংকের পণ্য ও কার্বন কৌশল বিভাগের প্রধান রবার্ট রেনি বলেন, মার্কিন বাজারে শেভরনের ভেনেজুয়েলান ব্যারেলের ঘাটতি তৈরি হলে, দেশটির পরিশোধন শিল্প চাপে পড়বে। এর ফলে যুক্তরাষ্ট্রকে আরও বেশি মাত্রায় মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ওপর নির্ভর করতে হবে।’এদিকে চাহিদা ও জোগান নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন থাকায় উর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দামও। প্রতি এমএমবিটিইউ এর দাম পড়ছে ৩ ডলার ৪০ সেন্ট।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ জিলকদ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝