হরিরামপুরে পদ্মা নদীতে কোস্টগার্ডের অভিযান পরিচালনার সময় ২৪ বালুদস্যু আটক!
দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম, মানিকগঞ্জ: ২৭ মে মঙ্গলবার ভোররাতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় পদ্মা নদীতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অভিযান চালিয়ে ২৪ জন বালুদস্যু আটক করেছে। জানা গেছে, দীর্ঘ দিন ধরে এই জলদস্যু সিন্ডিকেট পদ্মা, যমুনা ,পুরাতন ধলেশ্বরী, ধলেশ্বরী,কালীগঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অপরিকল্পিত ভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পন্থায় ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোটি কোটি ঘনফুট নদীর বালু লুটপাট করছে। অবৈধ পন্থায় ক্ষমতার অপব্যবহার করে তাঁরা বিশাল ধনকুবের মালিক হয়েছেন। কোস্টগার্ড সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন -অর-রশিদ বলেন, প্রমত্তাপদ্মা নদীতে ইজারা বহির্ভূত স্থানে অবৈধ পন্থায় বালুমহাল আইন এবং নদী ও খাল খনন প্রথা অমান্য করে অপরিকল্পিত ভাবে নদীর বালু উত্তোলন এবং বিক্রির ফলে ২৪ জন বালুদস্যু আটক করা হয়েছে। সেই সাথে ৫টি ড্রেজার মেশিন,৩টি বাল্কহেড এবং নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের হরিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং ড্রেজার মেশিন ও বাল্কহেড নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নদী তীরবর্তী অঞ্চলের অসহায় ব্যক্তিরা বলেন, আওয়ামী জাহেলি লীগ যুগে আওয়ামী লীগ নেতা কর্মীরা অবৈধ ভাবে নদীর বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। পতিত আওয়ামী লীগের সাথে এখন একটি পাতি সিন্ডিকেট জড়িয়ে গেছে। সেই সাথে আমারা হারিয়েছি পৈত্রিক ভিটা, বাপদাদার কবর , কৃষিজমি, রাস্তাঘাট, ব্রীজ ,কালভার্ট, সরকারি বেসরকারি স্থাপনা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের বিভিন্ন সম্পদ। ভোগান্তি এলাকার ভুক্তভোগী জনতার দাবি দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধ পন্থায় নদীর বালু উত্তোলনের ফলে জনগণের যে সকল সম্পদ ধ্বংস হয়েছে এই সকল সম্পদের হিসাব অনুসারে বালু দস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁদের অর্থ দন্ড করে জনগণের মাঝে এই সম্পদ বিতরণ করা হোক।