রোববার ১৫ জুন ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছে না ডিআরএস!
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯:১০ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছে না ডিআরএস!

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছে না ডিআরএস!

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে না। আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানানোর অন্যতম নির্ভরযোগ্য প্রযুক্তি এই ডিআরএস না থাকায় সিরিজের স্বচ্ছতা ও সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার (২৮ মে) থেকে শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন একই ভেন্যুতে মাঠে গড়াবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফের অভাবে এই সিরিজে ডিআরএস ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকে জানিয়ে দেওয়া হয়েছে।  

এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডিআরএস প্রযুক্তি ছিল না। সংঘাত জেরে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান 'হক-আই' তাদের প্রতিনিধি দল পাকিস্তানে আর পাঠায়নি। ফলে পিএসএলের বাকি ম্যাচগুলোতেও ডিআরএস ছাড়াই খেলা হয়। যদিও পিএসএলে এই প্রযুক্তি না থাকলেও তেমন কোনো বিতর্ক দেখা যায়নি। এই সিরিজেও বল ট্র্যাকিং, আলট্রা এজসহ আধুনিক প্রযুক্তির অনুপস্থিতিতে আম্পায়ারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সিরিজের প্রতিটি ম্যাচে তাই উভয় দলকে সিদ্ধান্ত নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে।আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর মানসিকভাবে একটু পিছিয়ে আছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাইতে চাইবে সফরকারী টাইগাররা।  

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ জিলকদ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝