রোববার ১৫ জুন ২০২৫

আদালতে পরীমণি
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১:০৭ পিএম | অনলাইন সংস্করণ
আদালতে পরীমণি

আদালতে পরীমণি

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বেলা ১১টা ১৫ মিনিটে আদালতে উপস্থিত হন অভিনেত্রী।২০২১ সালে বোট ক্লাবে পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

আজ সোমবার (২৬ জুন) সেখানেই জবানবন্দি দিতে হাজির হয়েছেন পরীমণি।পরীর দায়ের করা মামলায় বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরী তার বন্ধু-বান্ধবদের নিয়ে বোটক্লাবে ঢুকলে সেখানকার সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহিদুল আলম তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন।এ ঘটনার ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪ জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
  
অন্যদিকে ওই রাতের ঘটনায় পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদও আদালতে একটি মামলা করেন। মামলায় পরীমণি ও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি।ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গত জানুয়ারিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় পরীমণির বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জিলকদ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝