রোববার ১৫ জুন ২০২৫

সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন রুনা খান
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন রুনা খান

সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন রুনা খান

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক:  দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছে। প্রতিনিয়তই রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে।

সম্প্রতি মোশাররফ করিম ও রুনা খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে অন্যরকম চিন্তা করার সুযোগ নেই। আগামী ৫ জুন আসছে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। ওই ট্রেলারের একটি অংশে মোশাররফ-রুনাকে দেখা গেছে। যেটি ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে হতাশ রুনা খানকে বলতে শোনা যায়, তুই কয়ডা বিয়া করছস? বেকায়দার পড়া মোশাররফ করিম উত্তর দেন, চাইরডা। ফের রুনার প্রশ্ন, তাইলে আমি কয় নাম্বার?’ মোশাররফের উত্তর, ছয় নাম্বার। এমন জবাবে দিগ্বিদিক শুন্য হয়ে মোশাররফের দিকে তেড়ে যান অভিনেত্রী।ভাইরাল ওই ভিডিওটি নেট মাধ্যমে জোগাচ্ছে হাসির খোরাক। অনেকেই রুনার অভিনয়ের প্রশংসা করছেন। রুনা নিজেও ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে রুনা খান বলেন, দৃশ্যটি এরকম ভাইরাল হবে তা কখনও ভাবিনি। ভাবার কথাও না। কেননা ট্রেলারকে একটি কনটেন্টের পরিচয় পর্ব বলা যেতে পারে। সেখান থেকে এরকম একটি ছোট দৃশ্য ভাইরাল হবে আমি কোনোভাবেই চিন্তা করিনি। তবে আমার সংলাপগুলো যে নজর কাড়বে ধারণা করেছিলাম। কেননা দৃশ্যটি ধারণের সময় অমিতাভ (অমিতাভ রেজা চৌধুরী) ভাই, মোশাররফ করিম ভাই, সিনেমাটোগ্রাফার খসরু ভাইসহ টিমের সবাই এত এনজয় করছিলেন যে বুঝতে পারছিলাম সবার ভালো লাগছে। কিন্তু এই পরিমাণ ভাইরাল হবে চিন্তাও করিনি। একটি পেজেই দেখলাম চার-পাঁচ মিলিয়ন ভিউজ! পোস্টার, ভিডিও, সংলাপ— অর্থাৎ শেয়ারের যত ফরম্যাট সবভাবেই করা হয়েছে। এটা অপ্রত্যাশিত। খুব অবাক হয়েছি। 

‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাক ড্রাইভার আব্বাসের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আট জেলায় আট স্ত্রী রয়েছে তার। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস আলাদা মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।সিরিজটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী— রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৫ মে ২০২৫, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জিলকদ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝