রোববার ১৫ জুন ২০২৫

আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার নতুন পরিকল্পনায় ভারত
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১০:৩৯ এএম | অনলাইন সংস্করণ
আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার নতুন পরিকল্পনায় ভারত

আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার নতুন পরিকল্পনায় ভারত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর এই লড়াই থেকেই সব থেকে বেশি আয় করে থাকে আইসিসি। তাই প্রায় প্রতিটি আইসিসি বা এসিসির যেকোনো আসরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে একই গ্রুপ রাখা হয়। তবে এবার পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চায় না ভারত।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আসন্ন ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর ধাপেই মুখোমুখি হচ্ছে না  ভারত ও পাকিস্তান। এই বিষয়টি আইসিসির বার্ষিক সম্মেলনে আলোচনায় আসবে।আইসিসির বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ জুলাই, সিঙ্গাপুরে। এটি হবে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর প্রথম বার্ষিক সভা, যিনি গত ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছেন।

সম্প্রতি বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয়। পরে একটি সমঝোতা হয়, যাতে বলা হয়—আগামী তিন বছরে দুই দল একে অপরের দেশে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।তবে পেহেলগাম হামলার জেরে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় আইসিসির পরবর্তী বৈশ্বিক ইভেন্টে তাদের এক গ্রুপে না রাখার সম্ভাবনা জোরালো হয়েছে।

এই পরিস্থিতিতে আইসিসির পরবর্তী টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন অনিশ্চয়তা। এখন কেবল বাকি রইল নকআউটে মুখোমুখি হওয়ার সম্ভাবনা। সেটি তো হরহামেশা মিলবে না। মানে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে।দুই দেশের সংঘাতের কারণে ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার জানিয়েছিল, ‘পাকিস্তানের বিপক্ষে আর ক্রিকেট ম্যাচ নয়’। বিসিসিআইয়ের নতুন পরিকল্পনাও একই পথে এগোচ্ছে। কারণ, গ্রুপ পর্ব ছাড়া সেমিফাইনাল বা ফাইনালে দুই দেশের দেখা হওয়া খুবই কঠিন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ জিলকদ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝