রোববার ১৫ জুন ২০২৫

পররাষ্ট্র সচিব নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন: তৌহিদ হোসেন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
পররাষ্ট্র সচিব নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন: তৌহিদ হোসেন

পররাষ্ট্র সচিব নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন: তৌহিদ হোসেন

তাজাখবর২৪.কম,ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অপসারণ নয়, তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আগামী দুয়েক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম নিজেই এ অবস্থান থেকে সরে যেতে চান।  সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। উনি আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি চাকরি ছেড়ে দেবেন না, চাকরিতে আছেন। ওনার দায়িত্ব পরিবর্তন হবে। পররাষ্ট্র সচিব জসীম কেন সরে যাচ্ছেন, আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণে…। যে কোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত এগুলো থাকে। কখনো কোনো সিদ্ধান্ত কোনো একজনে নিয়ে নেয় না। এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক।

নতুন পররাষ্ট্রসচিব কে হচ্ছেন দু’একদিনে সেটা আপনারা জানতে পারবেন।অপর এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে অন্তর্বর্তী সরকার গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না। এ ব্যাপারে কিছু চিন্তা-ভাবনা আরও চলছে। তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথা সময়ে আপনারা জানতে পারবেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জিলকদ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝