রোববার ১৫ জুন ২০২৫

দুই দাবিতে বিক্ষোভে নেমেছে এনসিপি, ইসি ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১:৩০ পিএম | অনলাইন সংস্করণ
দুই দাবিতে বিক্ষোভে নেমেছে এনসিপি, ইসি ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা

দুই দাবিতে বিক্ষোভে নেমেছে এনসিপি, ইসি ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা

তাজাখবর২৪.কম,ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থায় নির্বাচন কমিশনের সুরক্ষা নিশ্চিতের জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন ভবন ঘিরে।বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টা থেকে দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। সমাবেশে স্বাগত বক্তব্য দিয়েছেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।

এদিকে, এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। সেখানে পুলিশের পাশাপাশি সতর্ক উপস্থিতি রয়েছে কোস্ট গার্ড, বিজিবি, র‌্যাব ও সেনাসদস্যদের।

এর আগে, মঙ্গলবার (২০ মে) রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জিলকদ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝