মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলা
দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: মোটরসাইকেল ছিনতাই ও হত্যার উদ্দেশ্যে "মোস্ট ওয়ান্টেড" ১টি সিন্ডিকেট পরিকল্পিত ভাবে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ডিগ্রি ২য় বর্ষের সৎ ও মেধাবী শিক্ষার্থী রাকিব হোসেনের উপর সন্ত্রাসী স্টাইলে হত্যার পরিকল্পনায় হামলা করেছে। জানা গেছে, ১৭ মে শনিবার আনুমানিক ৭.৫০ মিনিটে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সন্নিকটে জয়রা ব্রীজের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ব্রীজের উপর যানজটের কারণে দুর্বৃত্তরা রাকিবের মোটরসাইকেল ছিনতাই করতে না পেরে তাঁকে নাটক সাজিয়ে মারপিট করে ।
পরে উপস্থিত ব্যক্তিরা রাকিবকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসার ব্যবস্থা করেন। রোগীর চোঁখের অবস্থা মারাত্বক হওয়ায় ভুক্তভোগীর পিতা তাঁকে সূর্যমুখী চক্ষু হাসপাতালে চিকিৎসা করায়। ঘটনার তদন্তে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে ভুক্তভোগীর হতভাগা পিতা মঙ্গল আলী ১৯ মে সোমবার মানিকগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আদালতে বিচারপ্রার্থী হন। ভুক্তভোগী মঙ্গল আলী বলেন, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট চক্রের সন্ত্রাসীরা আমাদের উপর সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয় আমার মোটরসাইকেল ছিনতাই এর পরিকল্পনা করছে ।
এই সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকায় কেউ টুঁশব্দটিও করার সাহস পায় না। এই চক্রটি স্বৈরাচার খুনি হাসিনা সরকারের আমলের জাহেলি লীগ যুগে বিএনপি জামায়াত শিবির নেতা কর্মীদের বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করেছে। উল্লেখ্য , পরিশেষে মঙ্গল আলী (৪৫) আরো বলেন, এ মামলায় আসামি করা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামের মোঃ এবাদত হোসেনের পুত্র মোঃ আবু তালেব (২৭), মরহুম বদুর পুত্র এবাদত (৫৫) ও একই গ্রামের মরহুম কেরামতের পুত্র মোঃ সজীব হোসেন(২১) এবং তাঁদের কিশোর গ্যাং সিন্ডিকেটের জনৈক সদস্যদের হুমকি ধমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্থানীয়রা বলেন, মামলার তদন্তের স্বার্থে এই আসামিদের গ্রেফতার করা উচিত। এঁরা গ্রেফতার না হলে তদন্তে নানান ধরনের বাধা সৃষ্টি করতে পারে। এদের দাপটে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ জিলকদ, ১৪৪৬