তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর ২২ গজে ফিরেছেন সাকিব আল হাসান। পিএসএলের মাঝপথে এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। দলটির হয়ে মাঠে নেমে আলো ছড়াতে পারলেন না সাকিব। পিএসএলে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে মাঠে নেমে গোল্ডেন ডাক মারেন তিনি। এরপর বল হাতেও উইকেটের দেখা পাননি এই টাইগার অলরাউন্ডার। তবুও পেশোয়ার জালমির বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে সাকিবের দল। সেই সাথে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
রোববার (১৮ মে) বৃষ্টির কারণে খেলা ২০ ওভার থেকে ১৩ ওভারে নেমে আসে। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১২৩ রানে আটকে যায় বাবর আজমের দল পেশোয়ার জালমি। আর তাতেই এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাবর বাহিনীর।লাহোরের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান আসে ওপেনার ফখর জামানের ব্যাট থেকে। এছাড়া ১০ বল খেলে ২২ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। দুই ওপেনারের ব্যাটে ভর করে বড় পুঁজি পায় লাহোর। ৭ নম্বরে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক মারেন সাকিব। শট খেলতে গিয়ে নিজের প্রথম বলেই ডেনিয়েলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি।
জবাব দিতে নেমে শাহিন আফ্রিদিদের বোলিং তোপের মুখে পড়ে পেশোয়ার। একের পর এক উইকেট হারিয়ে ছিটকে পড়ে ম্যাচ থেকে। সাকিব ২ ওভার বল করে ১৮ রান দেন। লাহোরের হয়ে একাই ৪ উইকেট তুলে নেন সালমান মির্জা।পিএসএলে সব দল ১০টি করে ম্যাচ খেলবে। প্লে-অফে ওঠা লাহোর কালান্দার্স ১০ ম্যাচ খেলে ৫ জয়, ৪ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচ খেলে ৪ জয় ও ৬ হারে ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার জালমির অবস্থান পাঁচে। আর কোনো ম্যাচ না থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাবরের দল।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ জিলকদ, ১৪৪৬