রোববার ১৫ জুন ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের চকরিয়ায় মোটর চুরি করতে গিয়ে  বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার:  কক্সবাজারের চকরিয়ায় পানির মোটর চুরি করতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অলির বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বসতঘরে পানি তোলার মোটর চুরি করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

নিহত যুবকের নাম আবদুল মান্নান। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় লোকজন বলেন, অলির বাপের পাড়ার বাদশা মিয়ার বাড়িতে দুটি পানির মোটর রয়েছে। একটি মোটর বাইরে, আরেকটি মোটর বসতবাড়ির রান্নাঘরের ভেতরে। গতকাল রাতে বাইরের মোটরটি চুরি করার পর রান্নাঘরের মোটরটি চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মান্নান নামের ওই যুবক। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

কক্সবাজারের চকরিয়ায় মোটর চুরি করতে গিয়ে  বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন  বলেন, ভোর পাঁচটার দিকে বাড়ির মালিক আমাকে খবর দেন। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, মোটরের ওপরে দুই হাত রাখা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে মান্নানের মরদেহ। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, আবদুল মান্নান একজন পেশাদার চোর। বিভিন্ন এলাকায় চুরি করতে গিয়ে তিনি বেশ কয়েকবার পিটুনির শিকার হয়েছেন। এ ছাড়া চুরির মামলায় জেলও খেটেছেন তিনি।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম  বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২, ১৪ জিলকদ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝