রোববার ১৫ জুন ২০২৫

সাকিবের সঙ্গে লিটনের যেখানে মিল দেখছেন সালাউদ্দিন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৬:২৭ পিএম | অনলাইন সংস্করণ
সাকিবের সঙ্গে লিটনের যেখানে মিল দেখছেন সালাউদ্দিন

সাকিবের সঙ্গে লিটনের যেখানে মিল দেখছেন সালাউদ্দিন

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  কয়েকদিন আগেই লিটন কুমার দাসকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেননি। লিটনের নেতৃত্বে চাপ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে কোচ সালাউদ্দিন জানালেন ভিন্ন কথা।

রোববার (১১ মে) দলীয় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় সাকিবের সঙ্গে লিটনের মিল আছে বলে মন্তব্য করেন তিনি।সালাউদ্দিন বলেন, লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি, আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। 

‘কুকুরের লেজ কখনও সোজা হয় না’, পাকিস্তানকে ইঙ্গিত করে শেবাগ-ধাওয়ানের পোস্ট‘বাইরে থেকে মনে হবে যে, অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।’ এই কোচের মতে, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ না। 

তিনি বলেন, এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।উল্লেখ্য, আগামী ১৭ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ জন্য মিরপুরে নিজেদের প্রস্তুত করছে লিটন বাহিনী।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১১ মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২, ১২ জিলকদ, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝