শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-সালমানসহ উপস্থিত থাকবেন যেসব তারকারা 
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-সালমানসহ উপস্থিত থাকবেন যেসব তারকারা 

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-সালমানসহ উপস্থিত থাকবেন যেসব তারকারা 

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আর মাত্র দুই দিন পর কলকাতার ইডেন গার্ডেনে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসরের। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করবেন বলিউড বাদশা শাহরুখ খান এবং বিগ বস সালমান খানসহ বেশ কয়েকজন তারকা।
 
শাহরুখ খান তার দল ‘কেকআর’র সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে। 
 
জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এ আয়োজন উপস্থিত থাকবেন। এ ছাড়াও ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুশমান খুরানা, সারা আলি খানও উপস্থিত থাকার কথা রয়েছে।

আইপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধবন পারফর্ম করবেন। ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সাথে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন।
 
এবারের আসরে অংশ নেওয়া দশটি দল হলো গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৭৪টি ম্যাচ।

তাজাখবর২৪.কম,ঢাকা:বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১,১৮ রমজান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝