প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪:১০ পিএম (ভিজিট : )
রান বিলানোয় সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন তাসকিন
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: তর্কসাপেক্ষে এই মুহূর্তে দেশের সেরা পেসার তাসকিন আহমেদ। তিন ফরম্যাটেই আলো ছড়াচ্ছেন তিনি। মাঝেমধ্যে রেকর্ডও গড়ছেন। এবার ঘরোয়া ক্রিকেটেও নতুন রেকর্ড গড়েছেন এই পেসার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলা তাসকিন অবশ্য এই রেকর্ড ভুলে যেতে পারলেই বাঁচেন। জাতীয় দলের এই পেসার যে রেকর্ড গড়েছেন রান বিলানোর।ডিপিএলে রান বিলানোয় সেঞ্চুরি হাঁকিয়েছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন মোহামেডানের হয়ে খেলা তাসকিন।
এদিন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট 'এ' ক্রিকেট রান বিলানোয় সেঞ্চুরি পূর্ণ করেছেন ২৯ বছর বয়সী এই পেসার। গড়েছেন রেকর্ডও। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ডের মালিক বনে গেছেন তাসকিন। তাসকিনের উদার রান বিলানোয় গাজী গ্রুপ ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছে। সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক এনামুল হক বিজয়।
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ডটি এতদিন শাহাদাত হোসেনের দখলে ছিল। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ 'এ' দলের হয়ে সেই ম্যাচে খেলা এই পেসার। এর ১৪ বছর পর গত বছর ডিপিএলেই আবাহনীর বিপক্ষে ৯ ওভারেই ১০৪ রান দেন গাজী টায়ার্সের পেসার ইকবাল হোসেন।১৪৩ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছেন বিজয়। ছবি: গাজী গ্রুপ অফ ক্রিকেটার্স
৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের বিশ্বরেকর্ড নেদারল্যান্ডসের বাস ডি লিডের দখলে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার। তালিকায় তাসকিন আজ ১১ নম্বরে জায়গা করে নিলেন।
এদিন বল হাতে নিয়ে প্রথম স্পেলেই ৩ ওভারে ৩৩ রান দেন তাসকিন। এরপর ২৫তম ওভারে দ্বিতীয় দফায় বোলিংয়ে আসেন তিনি। এই দফায় গাজীর ১৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙলেও ৩ ওভারে দেন ২১ রান। ৩৯তম ওভারে ফের বোলিংয়ে এসে ২ ওভারে ৮ রান দিয়ে শামসুর রহমানকে বিদায় করেন তিনি। প্রথম ৮ ওভারে ৬২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।
কিন্তু ৪৬ ওভারে বল হাতে ফিরে শেষ স্পেলে তুলোধুনো হয়েছেন তাসকিন। সেই ওভারে তোফায়েল ও বিজয় মিলে ৩ চার ও ২ ছক্কায় নেন ২৫রান। এরপর শেষ ওভারে বল করতে এসে ২ ছক্কা ও ১ চারে দেন ২০ রান। সেই ওভারে শিকার করেন ২৯ বলে ৬৩ রান করা তোফায়েলকে।গাজীর পক্ষে ১৪৩ বলে সর্বোচ্চ ১৪৯ রান করেছেন অধিনায়ক বিজয়।
তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১,১৭ রমজান, ১৪৪৬