শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১:০৯ পিএম | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

তাজাখবর২৪.কম,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগের জের ধরে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরপুরের পাওয়ার হাউস পাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর রাতে ঝিনাইদহের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা এনামুল হক জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার এনামুল হক জনি (৪০) জাফরপুরের ফকির মোহাম্মদের ছেলে।স্থানীয়রা জানান, জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার ফকির মোহাম্মদের ছেলে এনামুল হক জনি (৪০) একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। এর আগেও তার একাধিক বিয়ে হয়েছিল। জনির আগের স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে। ১৪ বছর বয়সী ওই কন্যাসন্তান মাদরাসায় পড়াশোনা করে। বিভিন্ন সময় সেই মেয়েকে কুনজর ও কুপ্রস্তাব দিতো অভিযুক্ত জনি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের কন্যা সন্তানকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাবা এনামুল হক জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে ওই শিশুটি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে তার এক বান্ধবীকে বলে দেয় সে। এরপর গত ১৪ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা তিনটি প্যারাসিটামল ওষুধ সেবন করেন ভুক্তভোগী মেয়ে। এতে অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেওয়া হয় তাকে। তখন বিষয়টি ছড়িয়ে পড়ে।জানাজানি হলে সোমবার অভিযুক্ত জনির বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা। প্রায় ঘণ্টা দুয়েক তার বাড়ির সামনে অবস্থান নেয় উত্তেজিত গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা রুজুর দুই ঘণ্টার মধ্যে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহের কালিগঞ্জের কাশিপুর গ্রামের মামা বাড়ি থেকে আসামি জনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে তোলা হবে। 

তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১,১৭ রমজান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝