বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

বিএনপির কার্যালয় ভেঙে দেয়ালে লিখল ‘মরার জন্য অপেক্ষা কর’
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২০ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির কার্যালয় ভেঙে দেয়ালে লিখল ‘মরার জন্য অপেক্ষা কর’

বিএনপির কার্যালয় ভেঙে দেয়ালে লিখল ‘মরার জন্য অপেক্ষা কর’

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দেয়ালে লিখন দেখতে পাওয়া যায় ‘মরার জন্য অপেক্ষা কর’ নানা হুমকি দিয়ে যায়।বুধবার (১২ ফেব্রুয়ারি) রায়পুরা উপজেলার চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপি কার্যালয়ে রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দিয়ে যায়। পরে চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘সারা দেশের কোথাও ১৫ আগস্ট পালিত হয়নি, কিন্তু চরসুবুদ্ধিতে পালিত হয়। হাসিনার দোসররা আগেই আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছে দেখে নেবে, তারই অংশ হিসেবে তারা বিএনপি কার্যালয় ভাঙচুর করে, হুমকি দিয়ে দেয়াল লিখন লিখেছে। কারা এমনটা করেছে শনাক্ত করা সম্ভব। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।’রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, ‘ঘটনাটি খবর পেয়ে আমার পুলিশ পাঠাই। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১, ১৩ শাবান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝