তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নামের এক রিয়েলিটি শোতে প্রতিযোগীদের আপত্তিকর মন্তব্য করার পর রণবীরের কড়া সমালোচনা করেছেন বলিউড তারকারা।আপত্তিকর সেই মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন রণবীর। তবে এই বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। বিষয়টি গড়িয়েছে ভারতের সংসদেও।খবর হিন্দুস্তান টাইমেসর খবর, বেশ কয়েকজন সংসদ সদস্যও রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর তাদের সেই অভিযোগের ভিত্তিতেই সংসদীয় প্যানেল গঠন করা হয়েছে। সেখানেও রণবীরের এই মন্তব্যের বিষয়টি উত্থাপন করা হবে বলে খবর। শোনা যাচ্ছে, সংসদ থেকে রণবীরকে সমন পাঠানো হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, সাইবার বিভাগ আইটি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করেছে। কমেডি শোয়ের ১৮টি পর্ব সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। তদন্তে নেমে সাইবার বিভাগ জানতে পেরেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও অতিথিসহ সংশ্লিষ্ট অন্যদের ওই অনুষ্ঠানে ‘আপত্তিকর’ ভাষা ব্যবহার করতে দেখা গেছে। আর তাই শোয়ের বিচারক, অতিথিসহ এমন ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে রণবীরের এই মন্তব্যের পর শোয়ের সঙ্গে যুক্ত অপূর্ব মুখিজা, সময় রায়নার বিরুদ্ধেও একই অভিযোগে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান, তার বক্তব্য ছিল, 'আমার মনে হয়, আমরা গত সপ্তাহেই দেখেছি যে মুখ খুললে কী হতে পারে! সেই সঙ্গে বেশি কথা বললে যে কী হয়, তা তো বোঝা গেছে।'বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবও এই বিতর্কে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'এমন ভিডিও দেখা সত্যিই লজ্জাজনক। আমাদের দেশ সংস্কৃতির দেশ। এ ধরনের কনটেন্ট দেখে লজ্জা লাগে।'
রণবীরকে নিয়ে বিতর্কের আঁচ পড়েছে ভারতের ক্রীড়া অঙ্গনের তারকাদের মাঝেও। জনপ্রিয় রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী থেকে বহু ক্রিকেটতারকা আসতেন রণবীরের অনুষ্ঠানে।তবে রণবীরেরও ইচ্ছা ছিল কখনও বিরাট কোহলির সঙ্গে পডকাস্ট করবেন। কিন্তু তার আগেই রণবীরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। সেই ইউটিউবারকে সামাজিক মাধ্যমে অনুসরণও করতেন বিরাট। কিন্তু এ বার রণবীরকে ‘আনফলো’ করে দিলেন এই ক্রিকেট তারকা।