বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

কক্সবাজার এর সন্তান সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের নতুন চেয়ারম্যান
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজার এর সন্তান সাবেক অতিরিক্ত সচিব  সালাউদ্দিন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের নতুন চেয়ারম্যান

কক্সবাজার এর সন্তান সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের নতুন চেয়ারম্যান

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারী) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তৃতীয় চেয়ারম্যান। এর আগে ২০১৬ সালে কউক গঠিত হওয়ার পর পর পর ৩ বার দুই বছর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত কর্ণেল লে. ফোরকান আহমদ। ২০২২ সালের আগস্ট থেকে দায়িত্ব পান বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টেকপাড়ার কচ্ছপিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দীন মরহুম শামসুল হুদা প্রকাশ শামসু দারোগা ও মরহুমা জয়নাব বেগমের কনিষ্ঠ ছেলে। মোহাম্মদ সালাউদ্দীন ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে। 

বিসিএস (প্রশাসন) ক্যাডার ১১ তম ব্যাচের গর্বিত সদস্য মোহাম্মদ সালাউদ্দিন পাবনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, পাবনার ভাঙ্গুরা উপজেলার এসি (ল্যান্ড), ময়মনসিংহের ফুলপুর ও চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ইউএনও, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। সর্বশেষ শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন শেষে তিনি অতি সম্প্রতি পিআরএলে (অবসর উত্তর ছুটি) যান।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১, ১৩ শাবান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝