বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

থানা ঘেরাও চেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৭ এএম | অনলাইন সংস্করণ
থানা ঘেরাও চেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

থানা ঘেরাও চেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

তাজাখবর২৪.কম,ঢাকা: নোয়াখালী হাতিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী সমর্থক গোষ্ঠী কর্তৃক থানা ঘেরাও চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্র-জনতা।বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় হাতিয়া দ্বীপ সরকারী কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ বলেন, হাতিয়ার প্রশাসন এবং হাতিয়ার পুলিশ জনগণের পক্ষে রয়েছে। কিন্তু কিছু ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী আজকে কিছু মহিলাকে সামনে এগিয়ে দিয়ে থানা ঘেরাও করার চেষ্টা করেছিল। আমরা হাতিয়া প্রশাসনকে একটি মেসেজ দিতে চাই, যারা এসব অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতাই নিয়ে আসবেন। হাতিয়ার ছাত্র জনতা আপনাদের পাশে রয়েছে।

মিছিলে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ছাত্র-জনতা অংশগ্রহণ করে। এ সময় তারা ছাত্র-পুলিশ ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই, পুলিশ জনতা ভাই ভাই চাঁদাবাজদের ঠাই নাই, হান্নান ভাইয়ের হাতিয়ায় সন্ত্রাসীদের ঠাই নাই, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান সহ নানান স্লোগান দিতে থাকে।  

উল্লেখ্য, জাহাজমারা ইউনিয়নের ৩ জন জেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেধে বেধড়ক পিটিয়ে ডাকাত স্বীকারোক্তি আদায় করে থানায় সোপর্দ করে। যা ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যমূলক। পরে থানায় সোপর্দ করা তিনজনকে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা উস্কানি দিয়ে কিছু মহিলাকে থানার সামনে জড়ো করে এবং থানা আক্রমণের চেষ্টা করে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে তারা আবার থানার দিকে এগোতে শুরু করে। পরে নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১, ১৩ শাবান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝