রোববার ১৫ জুন ২০২৫

এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১২ পিএম | অনলাইন সংস্করণ
এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ

এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: এবারের একুশে বই মেলায় এসেছে শেরপুরের অধিবাসী, কবি সংঘ বাংলাদেশের সভাপতি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ ‘নির্যাস’ ও ‘ছড়ায় ছন্দে রংধনু’। নির্যাস তার প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশ করেছে দ্বিপ্রান্তিক প্রকাশনী। আর তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ছড়ায় ছন্দে রংধনু প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। দুটি গ্রন্থেরই প্রচ্ছদ করেছে কারুধারা ডিজাইন। বই ২টি ঢাকায় একুশে বইমেলায় দ্বিপ্রান্তিক ও নবসাহিত্য প্রকাশনীর ৭৪৩ ও ৭৪৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।

কবি তার প্রথম কাব্যগ্রন্থ নির্যাস উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত পিতা শিক্ষাবিদ-সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টার এবং তার প্রয়াত শিক্ষাগুরু রেজাউল করিম তালুকদারের প্রতি। এটির মুখবন্ধ লিখেছেন কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি-কলামিস্ট তালাত মাহমুদ। আর কবি পরিচিতি লিখেছেন সাহিত্যলোক এর সম্পাদক কবি আরিফ হাসান। নির্যাসে স্থান পেয়েছে ৬২টি কবিতা। এর প্রথমার্ধে স্থান পেয়েছে ৯০ দশকে রচিত ২০টি কবিতা। আর সবগুলোই সমকালীন ও সাম্প্রতিক।১০ ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত নিজের প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি রফিকুল ইসলাম আধার বলেন, প্রেম-বিরহ, চেতনা ও দ্রোহের মিশেল হচ্ছে ‘নির্যাস’। আর ছড়ায় ছন্দে ফুল, পাখি ও প্রকৃতির স্মারক হচ্ছে ‘ছড়ায় ছন্দে রংধনু’। ২টি কাব্যগ্রন্থই কবিতা ও ছড়া প্রেমীদের কাছে ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

নির্যাসের মুখবন্ধে কবি তালাত মাহমুদ লিখেছেন, ‘৯০ দশকের চারণকবি রফিকুল ইসলাম আধার প্রেম, বিরহ ও বোধের কবি হিসেবে পরিচিত হলেও তিলে তিলে নিজেকে গড়ে তুলে কবিতাঙ্গনে এখন একজন সরব কবি। নির্যাস তার প্রেম-বিরহ ও দ্রোহ-চেতনার মিশেল এবং একটি তুলনামূলক কবিতাগ্রন্থ। যেসব সংবেদনশীল পাঠক সমসাময়িক ধারার কবিতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারাও এক নিঃশ্বাসে গ্রন্থটি পড়ে নিবেন এতে কোন সন্দেহ নেই। এর প্রায় সবগুলো কবিতাই সুখপাঠ্য। কবিতার ভাষা দুর্বোধ্য নয়, পাণ্ডিত্যের ভারে বিব্রত নয়। বরং তার কবিতা সহজ, সাবলীল ও প্রাঞ্জল। চিন্তা ও কল্পনার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে তার কবিতায়।’ এ কাব্যগ্রন্থটি কবিতাপ্রেমী পাঠক, লেখক ও বিশ্লেষকদের প্রশংসা কুড়াতে সক্ষম হবে বলে কবি তালাত মাহমুদ দৃঢ় আশা ব্যক্ত করেছেন।

ছড়ায় ছন্দে রংধনু নামে দ্বিতীয় কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন তার গর্ভধারিণী মাতা মোছা. রোকেয়া বেগমের প্রতি। এর মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি। আর কবি পরিচিতি লিখেছেন কবি ও ছড়াকার আইয়ুব আকন্দ বিদ্যুৎ। এ গ্রন্থে স্থান পেয়েছে ৭০টি ছড়া ও ছড়াজাতীয় কবিতা। এ গ্রন্থের মুখবন্ধের লেখক-কবি নুরুল ইসলাম মনি গ্রন্থটি আধুনিক ছড়া সাহিত্যে ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করে বলেন, ‘এ কাব্যগ্রন্থটি ছড়া ও ছন্দ কবিতার মিশেল এবং এতে ষাটটিরও বেশি ছন্দ কবিতা ও বিশটি ছড়া কবিতা স্থান পেয়েছে। এর মধ্যে কিছু কবিতা রয়েছে সামাজিক সচেতনতামূলক, ভালোবাসা ও প্রেমের। তবে প্রায় সবগুলো কবিতাই নি:সন্দেহে প্রাঞ্জল, ঝরঝরে, সহজবোধ্য, চিত্তাকর্ষক ও সুখপাঠ্য। অনুসন্ধানী পাঠক কবিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে সেই নির্যাসই খুঁজে পাবেন। যেন পাঠকের আগ্রহকে ধরে রাখার জন্য যাবতীয় রসবোধক উপাদানে ভরপুর তার কবিতার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ। এসব কবিতায় তিনি তার মেধার সদ্ব্যবহার করেছেন পুরোপুরিভাবে। নিজের মনের মাধুরির সাথে অভিজ্ঞতার পরিপূর্ণ মিশেলে তিনি সৃষ্টি করেছেন কাব্যরসের এক অনুপম জগত। আধুনিক গদ্যকবিতার ধাচে অন্ত্যমিলের দারুণ এক সমাহার তিনি নিয়ে এসেছেন তার এই গ্রন্থের কবিতাসমূহে। এ গ্রন্থের কবিতাগুলি পাঠ করে পাঠকগণ বিমোহিত হবেন- তাতে কোনো সন্দেহ নেই। এটি রুচিশীল পাঠক ও নবীন কবিদের সংগ্রহে রাখার মতো একটি সমসাময়িক গ্রন্থ।’

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮শে মাঘ ১৪৩১, ১১ শাবান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝