বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

বিপিএল ট্রফি নিয়ে তামিম-মুশফিকরা বরিশালে
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২২ পিএম | অনলাইন সংস্করণ
বিপিএল ট্রফি নিয়ে তামিম-মুশফিকরা বরিশালে

বিপিএল ট্রফি নিয়ে তামিম-মুশফিকরা বরিশালে

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে পারেননি ক্রিকেটাররা। তাই এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়ে রেখেছিলেন দলের অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের দেওয়া সেই কথা রাখলেন তিনি।রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ ও সব দেশি ক্রিকেটারকেই দেখা গেছে।এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন। 

তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।জানা গেছে, চ্যাম্পিয়ন ট্রফিসহ বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন হবে। সেই সঙ্গে থাকছে কনসার্টের আয়োজনও।প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র ৩য় দল হিসেবে বিপিএলের শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। 

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬শে মাঘ ১৪৩১, ৯ শাবান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝