তরুণ প্রজন্মকে সুস্থতার সাথে মেধাবী হয়ে উঠতে হবে: মানিকগঞ্জ ডিসি ড. মনোয়ার হোসেন মোল্লা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০:১০ পিএম | অনলাইন সংস্করণ
তরুণ প্রজন্মকে সুস্থতার সাথে মেধাবী হয়ে উঠতে হবে: মানিকগঞ্জ ডিসি ড. মনোয়ার হোসেন মোল্লা
দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: ২৫ শে জানুয়ারি শনিবার ৮:৩০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ম্যারাথন শুরু হয়। পরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটারের উৎসবমুখর আয়োজনে ম্যারাথনে বিভিন্ন বয়সের ১ হাজার ২ শত মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জেলা প্রশাসকের পক্ষ থেকে টি-শার্ট দেওয়া হয়। মিনি ম্যারাথনের প্রধান উদ্দেশ্য ছিলো তরুণ প্রজন্মকে সুস্থ শরীর চর্চার প্রতি আগ্রহী করা, তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করা। প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ২০ জন পুরুষ,১০ জন নারীকে নগদ অর্থ , সনদ ও মেডেল তুলেদেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থতার সাথে মেধাবী হয়ে উঠতে হবে। আমরা ফুটবল ভলিবলসহ বিভিন্ন খেলা আগেই আয়োজন করেছি। যেকোনো খেলাধুলা জ্ঞানভিত্তিক সভা সেমিনার, মানবিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম ,সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমসহ যাবতীয় মননশীল উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগীতা করা হবে।
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, তরুণ প্রজন্মই পারে একটি দেশকে বদলাতে। ম্যারাথনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, একই দিনে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। তাই মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিলো। শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখোর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয় বলে জেলা প্রশাসককে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১,২৪ রজব, ১৪৪৬