বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ঢাবিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২:০০ পিএম | অনলাইন সংস্করণ
ঢাবিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী

ঢাবিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী

তাজাখবর২৪.কম,শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী লড়াইয়ে বসেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন।শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে।শিক্ষার্থীরা সকাল সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে শিক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর ১০০ মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৬০ মার্ক এবং লিখিত অংশে ৪০ মার্ক থাকবে।এর আগে, গত বছরের ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তা ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ই মাঘ ১৪৩১,২৪ রজব, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝