তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: নিজ বাড়িতে হামলার শিকার বলিউড অভিনেতা সাইফ আলি খান। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। বিপদসীমার বাইরে থাকলেও ছেলেকে দেখতে হাসপাতালে ছুটে যান কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।ভারতীয় সংবাদামাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর লীলাবতী হাসপাতালে পৌঁছান শর্মিলা। সাদা গাড়িতে আসা শর্মিলার পরনে ছিল সাদা সালোয়ার কামিজ। গায়ে জড়ানো ছিল কালো শাল।
পরিবারের সদস্য ছাড়াও সাইফকে দেখতে হাসপাতালে ছুটে যান শাহরুখ খান ও রণবীর কাপুরসহ অসংখ্য বলিউড সেলিব্রেটি। এ মুহূর্তে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে খান পরিবারকে।এরআগে, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে এলোপাথাড়ি ছুরিকাঘাতের শিকার হন সাইফ। এরপর হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এ মুহূর্তে আইসিইউতে রয়েছেন। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অভিনেতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১,১৬ রজব, ১৪৪৬