শেরপুরে ঝরে পড়া আইপি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৪:০৭ পিএম | অনলাইন সংস্করণ
শেরপুরে ঝরে পড়া আইপি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা
সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুরে প্রমোটিং রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিশিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) আইপি জনগোষ্ঠী ঝরে পড়ার শিক্ষার্থীদের সরকারি সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকালে শহরের হোটেল আয়শার ইন এর সভাকক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম এইচআরডি এর আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।জ্যোতি বাড়ৈ এর সঞ্চালনায় এবং আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফুল কবির।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি কবি হাসান শরাফত, আইইডি ফেলো সুমন্ত বর্মন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ, এইচআরডি এর আহবায়ক বিদ্বান বিশ্বাস, পরিবেশবাদী দেবদাস চন্দ্র বাবু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থানের জন্য দেশের সরকারি নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন জরুরী। এজন্য সরকারি বিভিন্ন দপ্তরে তাদের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয়। একই সাথে আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তারাও বেকার যুবসমাজ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবক-যুবতীদেরকে কারিগরি প্রশিক্ষণে সহজতর করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১,১৫ রজব, ১৪৪৬