প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:২০ পিএম | অনলাইন সংস্করণ
মামলা করেও রেহাই পেলো না ভুক্তভোগী মাহবুব আলম
তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মাহবুব আলম(৫৫) পিতা- মৃত্যু,আ: কুদুস মন্ডল এর সাথে পাশ্ববর্তী একই এলাকার মো. আল-আমীন(৪৫)পিতা- মৃত্যু,জহুরুল হক,গং দের সাথে দীর্ঘদিন যাবৎ ৩২ শতাংশ ভূমি নিয়ে বিরোধ চলে আসছিলো। মাহবুবুল আলম এর অভিযোগ সূত্রে জানা যায়, বাপ দাদার আমলের রেখে যাওয়া ৩২ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবৎ চাষ আবাদ করে আসছিলো মাহবুবুল আলম,গত ১৮-১১-২৪ইং তারিখে মাহবুবুর আলম নিজ ধান ক্ষেতে আমন মৌসমে পাকা ধান বিবাদী আল-আমীন গংরা কাটতে গেলে মাহবুবুর আলম এবং তার ভাই বাধা দিলে মো. আল-আমীন গংরা ৩২ শতাংশ ভূমি নিজেদের দাবীতুলে ধানকাটার বন্ধের হুমকি দেয় এক পর্যায়ে আল-আমীন গংরা দেশী অস্ত্র সজিত হয়ে রামদা দিয়ে মাহবুবুর আলম এর ছোট ভাই নরুল ইসলাম কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময়ে দ্রুত নুরুল ইসলাম কে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখা দিলে পরবর্তী তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নুরুল ইসলাম এর ভাই মাহবুবুর আলম বাদী হয়ে আল-আমীন(৪৫),নুরুজ্জামান(২৫)শামীম মিয়া(৫৫)নয়ন মিয়া(২০) সেলিনা বেগম(৩৬) ৫ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন যাহার নাম্বার-২৪১/২৪। পরবর্তী তে শ্রীবরদী থানা ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। বর্তমানে ৪ জন জামিনে বেরিয়ে আসলেও ১ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন। এদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্থে মাহবুবুর আলম অন্তবর্তীকালীন অস্হায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের স্বরনাপূর্ণ হন। যাহার মোকাদ্দমা নং-১৬১/২৪, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে অত্র অস্হায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত প্রতি পক্ষের বিরুদ্ধে "দোতরফা সূত্রে বিনা খরচায় মঞ্জুর করা হয়, আদেশে আরো বলা হয় মূল মোকদ্দমাটি চুড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে প্রতি পক্ষ বিবাদীকে ভুমি না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু পেশী শক্তিধর আল-আমীন গংরা ১০ জানুয়ারি গভীর রাতে ওই ভূমিতে মাহবুবুর আলমের রোণ করা বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক গাছ কেটে নিয়ে যায়। এবিষয়ে মাহবুবুর আলম বাদী হয়ে আল-আমিন গং দের বিরুদ্ধে একটি মামলার করার প্রস্ততি চলছে।এব্যাপারে বিবাদী আল-আমীন এর সাথে মোঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১,১১ রজব, ১৪৪৬