প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে একটি উৎসব চলাকালে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৮ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। খবর বিবিসির।শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে এই হামলার ঘটনা ঘটে। উত্তর তাক প্রদেশের উমফাং জেলায় প্রতি বছর রেড ক্রস দোই লয়ফা মেলা হয়। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
থাই পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে হেফাজতে রাখা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি।এক বিবৃতিতে উমফাং উদ্ধারকারী দল বলেছে, একটি খোলা মঞ্চে যখন শিল্পীরা নাচ করছিল তখন মঞ্চ লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে ঘটেছে।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যায়, এ সময় জরুরি কর্মীদের এবং উৎসবে আসা লোকজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
একটি ভিডিওতে দেখা যা,য় প্রচণ্ড ভিড়ের মধ্যে দু'জন ব্যক্তিকে সিপিআর ( জরুরি সেবা) দেয়া হচ্ছে। চারপাশে আতংতিক মানুষ ছোটাছুটি করছে।প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এক্স-এ এক পোস্টে বোমা হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন।সিনাওয়াত্রা লিখেছেন, তিনি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য উৎসব অনুষ্ঠানের তদারকি করার জন্য পুলিশ অফিসারদের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯শে অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি, ১৪৪৬