কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: স্বাধীনতার ৫৩ বছরে ও শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার না হওয়া চরম দূর্ভাগ্যের। বিজয়ের ২ দিন আগে দেশের শ্রেষ্ঠ সম্পদ বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করলেও বিভিন্ন সরকার ক্ষমতায় এসে বিচারের নামে প্রহসন করেছে। এখন সময় এসেছে তাদের পরিবারকে ন্যায় বিচার নিশ্চিত করে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দেয়া। ১৪ ডিসেম্বর কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন বক্তারা।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক আতাহার ইকবাল,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, কক্সবাজার প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক ইউনিয়ন নেতা, কবি রুহুল কাদের বাবুল, কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রিড়া সম্পাদক এম আর মাহবুব, প্রেসক্লাবের সদস্য মুর্শেদুর রহমান খোকন,সাংবাদিক ইউনিয়ন সদস্য এম. বেদারুল আলম, এইচএম সেলিম উল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, সাংবাদিক ইউনিয়নের সদস্য জসিম উদ্দিন সিদ্দিকী , মোহাম্মদ খোরশেদ হেলালী, শাহেদ মিজান, বিজয় টিভির প্রতিনিধি শাহ আলম,ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি তাহজিব আনামসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯শে অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি, ১৪৪৬