প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:৫১ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: মাত্র কয়েক ঘণ্টা পর পর্দা নামছে আরব বিশ্বের অন্যতম আকর্ষণীয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। উৎসবের শেষ দিনে লাল গালিচায় ছিল বিশাল চমক। একদিকে স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে হলিউডের জনি ডেপ।রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে শুরু থেকে নারী শক্তির প্রতি আলাদা গুরুত্ব ছিল। ‘উইমেন ইন সিনেমা’ শিরোনামে বিশেষ পর্বও রাখা হয়েছিল এবার।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় অনুষ্ঠিত উৎসবের চতুর্থ আসরে দ্যুতি ছড়িয়েছেন মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন, জেসিকা আলভা, জুলিয়ান আলেকজান্দ্রা, ফরাসি অভিনেত্রী মেলানি লরেন্ট, বলিউডের কারিনা কাপুর, শ্রদ্ধা কাপুর, বাংলাদেশের মেহজাবীন চৌধুরী, মিশরীয় মডেল তারা ইমাদ, সৌদি অভিনেত্রী ইদা আল কুসায়সহ আরও অনেকে।
সমাপনী দিনে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। সিলভার গাউনে রেড কার্পেটে হাঁটলেন তিনি। সঙ্গে ছিলেন নিক জোনাস। লাল গালিচা থেকে কাজে ফেরার বার্তা দিলেন সাবেক এ বিশ্ব সুন্দরী। বললেন, ‘আবার কিছু করতে চাইছি।’বলিউডের সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল প্রায় ৬ বছর আগে। এরপর হলিউডে নিজের অবস্থান জানান দিয়েছেন। বলিউডকে মিস করেন উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি নাচ মিস করি, আমার ভাষা মিস করি, ভারতীয় সংস্কৃতি মিস করি।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কলাকুশলীদের সঙ্গে কাজ করে বড় হয়েছি তাদের সঙ্গে কাজ করা মিস করি। আশা করছি, নতুন বছরেই নতুন কাজ করব। আমি বলিউড ছেড়ে হলিউডে যাইনি। সবসময় উভয় ভারসাম্য ছিল আমার মধ্যে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ খুব কম মানুষই হলিউড-বলিউডে একসঙ্গে কাজ করতে পারে। আর এটা নিয়ে আমি খুব গর্বিত।
রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিদায়ী রাতে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন হলিউড তারকা জনি ডেপ। ‘মোদি’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে হাজির হয়েচ্ছিলেন তিনি।সাদা শার্ট, কালো ব্লেজারে যখন লাল গালিচায় আসলেন তখন উচ্ছ্বাস ছড়িয়ে যায় সবার মাঝে। সিনেমা নিয়ে এতো বড় যজ্ঞের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান হলিউডের এ তারকা। তিনি বলেন, খুব দ্রুতই বিশ্ব সিনেমার বড় আয়োজনের তালিকায় নাম উঠবে আরবের এ উৎসবের।
তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯শে অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি, ১৪৪৬