তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) আতালান্টার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় এমবাপ্পে। সেই ম্যাচে একটি গোলও করেন ফরাসি এই স্ট্রাইকার। তবে গোল করার কিছুক্ষণ পরই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে এমবাপ্পের ক্লাব জানায়, ঊরুতে চোট পেয়েছেন তিনি। রিয়ালের সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, অন্তত ১০ দিনের জন্য ছিটকে গেছেন এমবাপ্পে। যার কারণে তার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
আতালান্টার বিপক্ষে জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এমবাপ্পের চোট ততটা গুরুতর নয়। তবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিয়ে রিয়াল জানায়, ঊরুর চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এমবাপ্পেকে।
শনিবার (১৪ ডিসেম্বর) লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে পারবেন না এমবাপ্পে তা নিশ্চিত। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে তার খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল হবে আগামী ১৮ ডিসেম্বর কাতারে। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় এই টুর্নামেন্টের ফাইনালে সরাসরি উঠে গেছে রিয়াল মাদ্রিদ।ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকোর পাচুকা অথবা মিশরের আল আহলির কেউ।
তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি, ১৪৪৬