শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

শহীদ মিনারে আনা হয়েছে পাপিয়া সারোয়ারের মরদেহ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:২৩ এএম | অনলাইন সংস্করণ
শহীদ মিনারে আনা হয়েছে পাপিয়া সারোয়ারের মরদেহ

শহীদ মিনারে আনা হয়েছে পাপিয়া সারোয়ারের মরদেহ

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক:  সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া। 

মৃত্যুর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখান থেকে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কালজয়ী গান ‘নাই টেলিফোন, নাইরে পিয়ন’খ্যাত এ সংগীতশিল্পী।
 
বনানী কবরস্থানে পাপিয়া সারোয়ারকে সমাহিত করা প্রসঙ্গে পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম বলেন, ‘আমার এবং পাপিয়ার পরিবারের অনেক সদস্যকেই বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হবে।’পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মৃত্যুকালে স্বামী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝