বিয়ের ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া, মুখ খুললেন বুবলী
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৫ পিএম  (ভিজিট : )
বিয়ের ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া, মুখ খুললেন বুবলী

বিয়ের ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া, মুখ খুললেন বুবলী

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি ছবি ভেসে বেড়াচ্ছে নেটপাড়ায়। ছবিটি আলোচিত অভিনেত্রী শবনম বুবলীর। যেখানে বিয়ের কনে সেজে ঝলমলে লাজুক বেশে রয়েছেন তিনি। তবে পাশে থাকা বরের সাজে ছেলেটিকে নিয়েও কটাক্ষের ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

তবে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে অকপটেই কথা বলেছেন অভিনেত্রী। তিনি বেশ মজার ছলেই বললেন, আমরা আসলে একটু অন্যরকম ফটোশুটের পরিকল্পনা করেছিলাম। বিয়ের মৌসুম এলে দেখা যায় ব্রাইডাল লুকের অনেক রকম বিচিত্রতা।অভিনেত্রীর ভাষায়, ‘ফটোশুটে একটু ভিন্নতা আনতেই আমরা আমাদের সেটটি সেভাবেই সাজাই। মানুষতো কথা বলবেই। তাই হয়েছে। তাছাড়া অনেকেই পছন্দ করেছে কনে সাজের পরিকল্পনাটি।

কথা বলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহাও। বুবুলীকে বউ সাজিয়েছেন তিনি। গৌতম বললেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

তবে এবারই প্রথম নয়, এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’গৌতম জানান, ভাইরাল ছবিগুলোয় বুবলীর সঙ্গে যে মডেলকে দেখা যাচ্ছে, তার নাম ওয়াসিফ খান।
  
প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে নতুন ছবিতে দেখা যাবে। ইতিমধ্যে তিনি জাকির হোসেন রাজুর ‘চাদর’সহ অনেক কাজ শেষ করেছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১,৮ জমাদিউস সানি, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝