শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জের ঘিওরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা লাভলু খুন!
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৩০ পিএম | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জের ঘিওরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা লাভলু খুন!

মানিকগঞ্জের ঘিওরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা লাভলু খুন!

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: ৯ ডিসেম্বর সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলায় ঘিওরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ (৪২) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। জানা গেছে,লাভলু কুস্তা গ্রামের  মৃত আব্দুল হালিমের পুত্র। নিহত লাভলু আহমেদ ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। চার মাস আগে তিনি কুয়েত থেকে দেশে ফিরে বিএনপি'র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। নাম প্রকাশ না করার শর্তে একব্যক্তি বলেন, পতিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির প্রধান  পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করছেন । 
 
নিজ নিজ এলাকায় অবস্থানরত আওয়ামী জাহেলি লীগ যুগের অবৈধ ধনকুবের মালিক এইসব নেতা কর্মীদের  আইনের আওতায় এনে নিবিড়ভাবে জিজ্ঞাসা করলে লাভলু হত্যার মূল  রহস্য উদঘাটন করা সহজ হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো।  ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছেন।এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১,৬ জমাদিউস সানি, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝